আছে এক পাগল দূরে,
থাকে যে রাস্তার মোড়ে,
সেদিন সে চাইলো লুচি
দিলাম যেই কয়েক কুঁচি
অমনি ঐ দিলো থাপ্পর,
জোরসে এই কানের উপর!
বলে কি,"এইটুকু যে!
আর কি নাই! পুরোটা দে?"
ভাবছি যেই, দিবো কামড়
ঘুসি দুই গালের উপর!
নয়তো ওর মাথায় বাড়ি
ভাঙবো এই হাতের লাঠি,
উল্টো কয়, "চা টা খাওয়া
নইলে তোর খুলবো জামা!"
লও ঠ্যালা, থাকে কথা!
চাইনা আর পাগল দেখা।


২৭/১০/২০২২
ময়মনসিংহ।


কবিতাটি কবি "কাজী নজরুল ইসলাম" এর "লিচু চোর" এর প্রেরণায় লেখা।