গ্যালারীতে বসিয়া দেখিতে আসিয়াছে খেলা
ওর গায়ে পরেছে ওটা কি? জার্সি! লেখা পাকিস্তান!
সর্বনাশ! ওর ঘাড়ে ক'টা রহিয়াছে মাথা?
ওর দেহে এখনো রহিয়াছে কেমন করিয়া প্রান!
আর যদি মেটাইতে চান ঝাল?
তবে যতো পারুন দিন গাল,
দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, বদমাশ, আস্ত শয়তান
ফাটিয়ে গলা বলুন, "মীরজাফরের চেলা, বেশি হলে তোর বধিব পরান।"
তাতেও যদি না মেটে রাগ,
তবে তার খুলিয়া জার্সি,
সুখভরে দলিয়া পদতলে পুড়াইয়া করুন ছাই
জোরসে মারুন কিল ঘুসি যতো খুশি,
আমি বলছি, "কোন অপরাধ নাই।"
মুখ ফোটে সোজা বলিয়া দিন তারে,
যদি হয়ে থাকেন খাঁটি দেশপ্রেমিক সাচ্চা
"তুই, তুই রাজাকারের বাচ্চা।"
এর পরেও ক্ষান্ত যদি নাহয় জান,
ধরুন তারে কে বানাইয়া জার্সি লিখিলো পাকিস্তান,
আর কেইবা বেচিলো এখানে ওখানে কোন উপায়,
তারও কি আছে অবকাশ এড়াইতে দায়?
আর যদি থাকে সুযোগ, করুন সংবাদ সংযোগ
কে আনিলো শত্রুকে খাওয়াইতে এদেশেরই আহার?
কেন রাখে পাঁচ তারকা হোটেল সম্বোধন করিয়া স্যার?
কে দেয় সাহস, উড়াইতে শত্রুর পতাকা লাল সবুজের পাশে?
কে দেয়, কেন-ই বা দেয় আমন্ত্রণ এদেশে অনায়াসে?
যদি না পারেন, তবে দিন ছাড়িয়া অবুঝ বালকে
পারলে বুঝান, কি করিয়া এলো স্বাধীনতা
হারিয়ে তাজা লক্ষ লক্ষ প্রান, আসেনি পলকে।
শেষ কথা, বাড়ি গিয়া ছিঁড়ুন বই খাতা ছাড়িয়া অভিনয়,
যেখানে রহিয়াছে লেখা,"পাপকে ঘৃনা কর পাপীকে নয়"।
২৬/১১/২০২১.
ময়মনসিংহ।