আগে আমার বুকের ভেতর
লুকিয়ে মুখ খুঁজতে তুমি তোমার বাঁচা,
এখন নাকি সেই সে বুকে
তোমার লাগে গোলক ধাঁধা শঙ্খ খাঁচা।


জেনেও গেছো পাশের ফ্ল্যাটে
অনেক বড়ো কমন স্পেস ঝুল বারান্দা,
সেথায় নাকি বাবুই বসে
রাখেও ছুঁড়ে হস্ত জোড়া লাজুক মন্দা*।


আর,
এই আকাশে জমেও আছে
বিষাদ স্মৃতি হরেক ধূলো মেঘটা খাসা,
তুমি যে দূরাভিলাষী
আর ফিরবে না ভাসবে তাতে বুঝিও ভাষা।


১৬/০৭/২০২২
চট্টগ্রাম।


*মন্দা নামটি সম্মানিত কবি, শাহনুর থেকে ধার করা।