তোমার বুঝি ভাললাগে না লাল গোলাপ?
সকাল বেলা শিশির ঝড়া শিউলি ফুলে
হয়নি বুঝি কখনো তোমার আলাপ?
রক্ত জবার লাল পাপড়ির লাল আভা
জানোতো তোমার ঠোঁটেও থাকে ছোঁয়া!


বর্ষায় ভেজা খোঁপায় গাঁথা মিষ্টি কদম
তোমার দু চোখে সৌন্দর্যে বুঝি কম?
কৃষ্ণচূড়ার আকাশ মাখা লাল আলো
সাথে লাল পাপড়ির সাদর অভ্যার্থনা,
ছুঁয়ে যদি তোমার না যায় হৃদয় অঙ্গন
রজনীগন্ধাও তোমার লাগবে না ভালো?


বলি, বেলি ফুলে তুমি যদি না হও পাগল
রক্তরাঙা পলাশ কিকরে মন করবে দখল?
জলে ফোটা কলমি ফুল তাই কিসে কম!
ঘেঁটু কালকাসুন্ধারো আছে অনেক দম।
শরৎ এ ফোটা শুভ্র সাদা কাশফুলের বন
আর কাঠগোলাপে কার না হারায় মন?


ডালিয়া সূর্যমুখি ফুলে যদি না ভরে নয়ন,
জলের মাঝে থেকেও জলপদ্ম কখনো
কোনদিনও ভেজাবে না তোমার মন।
কচুরিপানার আকাশী-নীল সব পাপড়ি
জলের মাঝে তোমায় দেখে দেয়না সাড়া
নিশ্চিত তোমার সাথে আছে ওদের আড়ি।


ঝড়া বকুল ফুলের গন্ধ যদি না করে মুগ্ধ
গন্ধরাজেও তুমি কি আর পাবে আনন্দ?
চন্দ্রমল্লিকা আর জারবেরার মনকাড়া দৃষ্টি
যদি না পারে জাগাতে ভালোবাসার সৃষ্টি।
সন্ধামালতীও পারবেনা তোমায় ভূলাতে,
দেখো মিলিয়ে জিনিয়া সুগন্ধি কামিনীতে?


রঙ্গন আর জারুল ফুলে বসায় মিষ্টি আসর
শুনেছো গাঁদা ছাড়া হয় কারো বিয়ে বাসর?
দোলনচাঁপা ঝুমকোলতা না হয় দিলাম বাদ
মাধবীলতা স্বর্ণলতা কি-ইবা করলো অপরাধ?
এতো ফুলেও যদি তোমার মুখে না ফুটে হাসি
তুমি তবে মানুষ নও দানব অদৃশ্য পরবাসী।
০৮/০২/২০২১,
চট্টগ্রাম, বাংলাদেশ।