আমায় যদি সত্যি ভালো না বাসো
আড়ে চুপিচুপি দেখে মুচকি হাসো!
বললুম, নিখাদ তোমার ডুববে তরী
অগাধ জলে হারাবে প্রান কেউ রবে না প্রহরী।


একূল ওকূল যে কূলেই যেয়ো
বলি, আমায় তুমি সঙ্গে নিয়ো।
ঠিক নব যাত্রায় হবে অনাচার
মাঝপথে ভাঙবে কোমর এমনি খেয়ে আছার।


মুখশ্রী মোর পদ্মশ্রী নয় বলে কান্না!
জানো না! আমি পারি ভালো রান্না।
ভরাবো উদর বানাবো খাবার বাহারি
না হয় কপালে জুটবে রোগা মেয়ে রান্নায় আনাড়ি।


ভাবছো, ফর্সা গালে আছি সেজে সং!
জোর খাটিয়েই আদায় একটু হলোই ঢং,
ডাইনি অপয়া ভূত সে তুমি যাই ভাবো
আমি কিন্তু ছাড়ছি না পিছু পিন্ডি জ্বালিয়েই যাবো।


আকাশ কুসুম কল্পনা! উহু, করো না।
দৈব ঘটনা! কক্ষণো কিছু ঘটবে না,
ঝড়ো বৃষ্টি মেঘে রাখবো ঠিক ঢেকে
তুমি বোকারমতো যেয়ো না কেবল সময়মতো বেঁকে।


শেষ অস্ত্র শশুর মশাই! ভীষণ রাগী
যদি শুনে আমি বাদী তুমি অপরাধী!
তোমার কিন্তু বাঁচা, সে দূর টেকনাফ
তখন গাঢ় আঁচলে লুকালেও শেষে পাবে না মাফ।
২০/০১/২০২১