কে আছে এমন ক্ষমতাধর,
অসারতায় তার; চায় না প্রভুর কৃপা?
কে আছে এমন পরাক্রমশালী
পরে না দরকার; খোদার কাছে তার নুয়াতে মাথা?


জগতে এমন রাজা জন্মায়নি বীর
যার ধারালো দাঁত দেয়নি লোকে অভিসম্পাত
গাঁথেনি মালা শুনেনি স্তুতি স্তবক মোহ
মিথ্যে প্রশংসা অগনিত।
অথচ আজ ভেঙেছে ভুল সব তার নির্ভুল
যখন অস্তমিত সূর্য পুব আকাশে নিভু নিভু তাঁরা
জেগে আছে ক্ষনিক,
পতনের অপেক্ষায় দোলক।


দাঁড়িয়ে তীরে যে কভু দেখে নাই নদী
যার ঝর্ণার জল কখনো করেনি ছলছল
সে-ই পায় সন্ধান,
সম্মুখ সাগর আর তীর ভাঙা উঁচু উঁচু সফেদ।
অথচ যৌবন হারিয়ে অসার তার হাড়
পায়ের অস্থি হাতের কব্জি,
এখন ভয় কিভাবে দেবে পাড়ি একাকী সমুদ্র
যখন সঙ্গে নেই কেউ
হীন লোকবল আর অঢেল বিত্ত বৈভব।


১৭/১১/২০২২
ভেলোর, ভারত।


(দু'দিন ধরে সম্মানিত কবিদের কারো কবিতায় মন্তব্য করতে পারছি না। তাই মন্তব্যের ঘর বন্ধ রাখলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি।)