আল্লাহ তোমার চাওয়া বড় অদ্ভূত!
তুমি যে কখন কাকে ভালোবাস বেশি,
গিয়ে খুঁজতে কারণ পরেছি ধাঁধায় অকারণ,
বরং দেখি, করছো দান মুখে সবার রাশিরাশি স্বর্গের হাসি।
দুনিয়ার যেথায় যতো আছে সুখ,
দিয়ে তারে দু-হাত ভরে
আবার কর দান সবচেয়ে উঁচু মসনদ,
কাউকে আবার ইচ্ছে করে
বুকে চড়াও ভারী ওজন পাথর সমান,
ভাসিয়ে সাগরে সুখ কর রদ।
ঝড়িয়ে জল কমিয়ে মনোবল,
পরীক্ষা-ই কি নিচ্ছো তুমি?
নাকি হেসে চাইছো দেখতে ফল,
কিকরে করি ছোটাছুটি, বান্দা এ অধম পাপী!
নাকি ভালোবেসে দেখাচ্ছো পথ
কমবে পাপ কাটবে রাত্রি দূর হবে সব অন্ধকার!
আমি অতি নগন্য বান্দা তোমার,
আমার কি আর আছে ক্ষমতা এত্তো বুঝার!
তুমি শুধু আমার থেকো,
বিপদে যেনো পাই স্থান তোমার ছায়ার।


০৮/১০/২০২১.
চট্টগ্রাম।