আমরা মানুষেরা কি দেখি না?
আল্লাহ কীভাবে সাজিয়ে রেখেছেন সুউচ্চ পাহাড় পর্বত
অতল স্পর্শী দুই সাগরে জলের এক সংযোগ স্থল?
যারা কখনোই সীমা অতিক্রম করে না,
তিনি কীভাবে সৃষ্টি করেছেন উদয় ও অস্তাচল!
জমিনে সৃষ্টি করেছেন উদ্যান
ছড়িয়ে রেখেছেন ফুল ফসল মানুষ ও পশুর আহার্য দানা,
কীভাবে তিনি ধরে রাখেন উড়ন্ত পাখির ডানা!
ব্যবস্থা করেন আহার চলাফেরা
যদিও আমরা স্পষ্টতই অন্ধ বোবাকালা।
কেন আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায়?
কেন হয় রাত যখনই দিন সরে যায়?
আর আমরা অন্ধকারে ডুবি অনিচ্ছায়।
বস্তুত, শেখার জন্য আছে আরো কতো নিদর্শন।


অথচ, কাফেরেরা ভাবে আল্লাহ কিভাবে পুনরুজ্জীবিত করবেন?
যখন কবরেই পঁচে গলে যাবে আমাদের মাংস হাড়!
ক্ষুধার্তকে কেন তারা খাওয়াবে?
যখন আল্লাহ পারেন খাওয়াতে বন্টন করেন আহার!
স্পষ্টই আমরা মানুষেরা রয়েছি গোমরাহে লিপ্ত,
নিশ্চিত আমাদের উপর আসবে আযাব আমরা অভিশপ্ত।
আমরা সেইদিন বুঝবো,
যেদিন আমাদের চুলের মুঠি ধরে নিয়ে যাওয়া হবে,
আর বলা হবে, "আস্বাদন কর জাহান্নামের স্পর্শ,
যা তোমরা অবিশ্বাস করেছিলে পৃথিবীতে সমস্ত। "
২৮/০৪/২০২২
চট্টগ্রাম।