জুমার জামাত না পাওয়া এক মুসুল্লিকে জানি
কলিজার টুকরা মেয়েকে পরের হাতে তুলে দেয়ার সময়
যেমন ছলছল করে পিতার চোখ ভিজে জামা!
তেমনি কন্ট্রাকটরের কারণে জামাত না পাওয়া
বাসের কন্ট্রাকটরকেই কেবল বলেছিল,
"জুমার নামাজ টা আজ পড়তে পারলাম না ভাই!
আল্লাহ যেনো সবাইকে করেন ক্ষমা-ই।"


স্বীয় মহৎ কর্মের জন্য সম্ভর্ধনা পাওয়া
আল্লাহর এক বান্দাকে আপসোসের সুরে বলতে শুনেছিলাম,
"আল্লাহ তো সব-ই দিয়ে দিচ্ছেন দুনিয়ায়,
থাকলো কি আখেরাতের কামাই!"


অচেনা এক মুমিন ভাইয়ের টাকায় হজ্জ পালনের সুযোগ পাওয়া
এক ভাই যখন মহৎপ্রাণ সেই ব্যক্তিকে বলেছিল,
"আমি হজ্জে আপনার জন্য কেবল করবো দোয়াই।"
দেখা না দেয়া ঐ মুমিন ভাইটি প্রতিত্তুরে বলেছিল,
"ভুলেও এ কাজটি করবেন না,
আমি এর প্রতিদান নিশ্চয়ই চেয়ে নেবো আল্লাহর কাছে,
আর চাওয়ার তো পরেই আছে পুরো পরকালটাই।"


আর আমরা! হতভাগ্য আমরা!
আমাদের পরকালটা নিয়ে কারো কোন ভাবনাই নাই!
১৪/০৪/২০২২
ময়মনসিংহ।
(কবিতায় উল্লেখিত ঘটনা গুলো বলে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় এসেছে। এগুলো আমার মনে ভীষণ ভাবে নাড়া দিয়েছে। আল্লাহ সবাইকে বুঝ দান করুন।)