হে মানুষ,
তুমি যে করছো বড়াই শোনাচ্ছো বচন,
তুমি কি রাখো খবর!
বাঁশের আগে তোমার লাশে ধরবে পচন।


মিথ্যে মায়ায় তুমি যে আছো স্রষ্টা ভুলে
তুমি কি পাবে সময়,
মরার আগে চাইতে ক্ষমা দু'হাত তুলে?


লাগবে বলে এতো যে করছো কামাই ,
তুমি অধম রইবে কোথায়?
মরার পরে খাবে তো সবাই করবে লড়াই!


তাদের ঘরে জ্বেলে আলো তোমার অন্ধকার,
সময় কি হবে কারো!
কবর মাঝে কেমন আছে খোঁজটা নেয়ার?


চলো থাকতে সময় হিসেব করে পথটা চলি
লোভ হিংসা অহংকার ভুলে
যে যাই বলুক, নেই খুঁজে জান্নাতের গলি।


২৮/০৮/২০২
চট্টগ্রাম।