বিদ্রুপে বিদ্বেষে ভরা তোমার ঘরের চতুষ্কোণ
দরজা জানালা অষ্ট খিল
অকাট্য প্রমাণে তুমিও প্রস্তুত ছুঁড়ে দিচ্ছো দলিল,
কেউ না জানুক কবি,
আমি তো চিনি মুখোশের আড়ালের কার কালো মুখ
উৎ পেতে আছে কে, কোন সে ভয়াল থাবা!
খুঁজো তুমি কোন সে বিশ্রী সুখ!
আর তার লোক দেখানো ভালোবাসা কতোটা মধুর কতোটা অশ্লীল।
মুক্ত চিন্তা মুক্তবাকের দাও দোহাই
বারবার তুমি করো অনুসরণ অশরীরির চরণ
বুদ্ধি বিভ্রাটে তোমার হৃদয়ে একটু-য়ো হয় না রক্তক্ষরণ,
উপরন্তু তুমি ঢালো সুরা
অমৃতের খোঁজে করো পান লালসার আস্বাদন।
আসলে জনারণ্যে তুমি গায়ে গতরে চিত্রা হরিণ
অন্তরে বহে কালো বুড়িগঙ্গার স্রোত কলঙ্কের দাগ
তুমি ভোরের পলায়নরত শিয়াল ক্ষুধার্ত নেকড়ে বাঘ
ছিঁড়ে খেতে ভালোবাসো মানুষের ছাল উচ্ছিষ্ট বর্জ্য পদচিহ্ন,
অশ্লীলতায় প্রেম নেই কবি, ওটা কামভাব
অর্থে হয়তো মিলবে তবে প্রকৃত প্রেমে তুমি হবে দৈন্য।
১৫/০৭/২০২২
চট্টগ্রাম।