আষ্টেপৃষ্টে জাপ্টে ধরে অশ্রু ফেলা
ওরে বোকা, একাল একে প্রেম বলে না
প্রেম তো হলো, লাটাই ঘুড়ি স্বাধীন চেতা কেবল উড়ে
আকাশ থেকে ঐ আকাশে মধ্য গগন
শেওলা ধরা পাথর মতোন আঁকড়ে ধরা?
প্রেম জানো না!
মুটোফোনের ছবির মতন
পাল্টে ফেলে পুরোন ছবি হর দমাদম,
চায় যে মন সাজাতে একালের-ই জোয়ান বুড়ো
মদ্য হাতে মধ্য রাতের মাতাল যেমন।
ওরে বোকা; প্রেম চিনো না?
প্রেম হলো ঐ স্বর্গ মতোন!
এই একালে এখন যেমন নয় রে তেমন
প্রেম তো এখন, ধর মার মার কাট
আবার ফেলে ফুলের পাপড়ি পদতলে পিষ্ঠ করে যখন তখন
হলেই হলো একটু কেবল দিল মাঝারে ছন্দ পতন।


২২/০৯/২০২২
ময়মনসিংহ।
(মুক্ত ছন্দ)