তুমি যে আমায় দিচ্ছো ফাঁকি,
ভেবেছো, কিচ্ছু বুঝিনা আরকি,
রান্না ভাতে মিশাচ্ছ স্বচ্ছ কাঁকর
দাঁতেতে কিন্তু রাখছি স্বাক্ষী।


কথায় কথায় ধরছো ফাঁকফোকর
মিষ্টির বদলে আনছো বাকরখানি
ভাবছো আমি বুঝি না বুঝি
তোমার হাসিতেই সব জানি।


যাবে বলে যাও পথটাই ভূলে
খানিক পরে দেখি পাড়ার মোড়ে
দাঁড়িয়ে দেখো কোন রমনী,
ভেবেছো কেউ আসবে ফিরে?


অবেলায় তুমি দোকান খোলে
ঘরে আনবে পথিক ভরদুপুরে?
পথিকও আজ বড্ড খেয়ালী
তোমায় চিনে উপহারের জোড়নুপুরে।


ওহে, ভূলে কি গেছো তুমি তোমার
টেকো মাথা আর ভাঙা চোয়াল,
সাদা দাড়ি আর ফোকলা হাসি
একটু কি করেছো খেয়াল?


ভালো তুমি কেবল নিজেকেই বেসো
ওগো আমার প্রিয় প্রেমিক স্বামী,
তবেই বুঝবে মূল্য কেমন
আমার ভালোবাসা এখন কত্তো দামী।
২৪/১২/২০২০