ঘাসেদের ছোট্ট দুচালা ঘর,
সম্মুখে নুড়িপাথরের বিশাল সমুদ্র সৈকত,
লোনা জলের ভয়াল গর্জন ঈশান কোনে
লাল ঝান্ডা উড়িয়ে পারে দাঁড়িয়ে ডাকছে গাজী
"ওরে ফিরে আয়!!
মাথার উপর ঘুরছে বিপদ উড়ছে পতপত।"


সোনা! সোনা! বলে যে জোয়ানে ধরেছে হাল,
দেখেছে স্বপ্ন, মিটবে দেনা আবার ফিরবে কপাল
আসছে আষাড়ে রাঙাবে তার বাউন্ডুলে জীবন
দেয়া আছে কথা পরেরে করবে আপন।
ছ'পায়ের নীচে বালিয়ারি মাটি
রাক্ষুসে সমুদ্রের আচঁড়ে পড়া বিশাল দেহি ঢেউ
পারে কি টুটতে অসীম মনোবল?
সে কি আর ফিরে অত্তো সহজে তীরে!
চোখে যার সাদা জোছনা মনে প্রেরণা সেই সে সু-মধুর
গাজীর কথায় কি আর পায় ভয় কালবৈশাখে!


প্রতিজ্ঞা মরনেই আসুক অমরত্ব নাইবা পেলো সুখ স্বাদ
থাকলে বেঁচে ফিরবেই ঘরে সাথে নিয়ে এক ফালি সমুদ্র চাঁদ।
২৯/০৪/২০২২
ময়মনসিংহ।