ডাকলে মা আর প্রিয়ো বাবা
পায় কি সদা শুনতে?
শতেক খানেক লোকের ভিড়েই
লাগে আমায় খুঁজতে!


আসমানের ঐ উপর থেকে
যিনি দেখেন সব,
রাখেন খেয়াল কোথায় কখন
কেইবা ডাকে রব!


ঘরের কোনে সাগর তলে
কার-বা লাগে বল,
কেই-বা চাইলো মরণ কালে
ঠোঁটের কোনে জল!


এতো কিছু করেন যিনি
রাখেন এতো খেয়াল,
চান তো শুধু ডাকি তাঁকে
আমার প্রভু দয়াল।


সেই সে সত্তা পরমাত্মা
দেয় না দেখা* সবে,
ডাকলে তারে ডাকার মতো
তবেই পাবে* ভবে!


২৭/১০/২২
ফেনী


*দেখা ও পাবে মানে তাঁর অসীম রহমতের সন্ধান পাওয়া।