.      বাপ বেটা দুজনে বসে আরাম করে
    দেখছি জোছনা আঁধার রাতে আকাশ জুড়ে,
        হঠাৎ ছুড়ে দিয়ে প্রশ্ন, বললো বেটা,
"বাবা চাঁদটা কেন দেয় না ধরা মুঠোর ভিতরে?
          তাঁরা গুলো কেন যায় না খসে!
সবারে ছাড়িয়ে কি করে থাকে ঝুলে ঐ উপরে?
         আকাশ টা কেন পড়ে না ভেঙে!
   খুঁটিটা কোথায় পোঁতা কোন সে নীল সাগরে?
        সূর্যটা কেন করে রাগ সন্ধা হলে!
   আবার কার কথায় ভাঙে ঘুম শেষ আঁধারে?"
         বললাম হেসে, "একজন আছে
ঐ যে দেখছিস আসমান, উপরে তারও উপরে,
     তিনিই খেলেন খেলা সব তাঁরই লীলা,
মুর্খ আমি কি করে দেই তোর উত্তর সঠিক করে!"
২৯/১২/২০২১.
চট্টগ্রাম।