কারো ফুল বাগানে যদি না ফোটেছে গোলাপ
আমি গিয়ে ছুটে মালি হয়ে দিয়েছি কুটে,
করেছি সেবা আপন পর ভাবিনি আছে কেবা
লাভ! যদি জোটে হাসি আর দু'টি ঠোঁটে।


যেখানে দেখেছি কালো অমানিশা ঘোর বর্ষা
ভাসায়ে নিয়েছে কেড়ে সব সর্বনাশা বন্যা,
আমি ভরসা হয়ে ভিড়িয়েছি তরী তড়িঘড়ি
বিনিময়! সুখটা হাসুক দূর হোক কান্না।


কেবল ভালোবাসি বলে মৃত্যুকে ঠেলে দূরে
আঁধারে ধরেছি বাজি নিজের জীবন,
দুঃখ কষ্ট জ্বরা জীর্ণ দেহে কত দিয়েছে ধরা
তবু ভেবেছি সবাই আপন সবাই স্বজন।


আজ যখন দেখি চেয়ে আমি আছি গলা জলে
বুঝি, ছিলাম ভুল, সব গেছে রসাতলে,
অন্ধজনে দেখাতে হয় পথ, হতে নেই তব রথ
পাবে টের সমশের জলে তোমায় ডুবালে।


১৪/০৯/২০২১
চট্টগ্রাম