উপরে উঠার বাঁয়ে সিঁড়ি ডানে সিঁড়ি
মধ্যিখানে স্বর্গসুধা মনের মধ্যে ঝড়ে ঝুড়ি ঝুড়ি,
তার উপরে সোনাদিয়া দ্বীপ বিরানভূমি ছড়ানো স্বর্ণ রোপ্য
নিন্মে লভি পদ্ম বাড়তি প্রাপ্তি অর্ঘ


উপরে, আরো উপরে খাড়া আছে পুষ্প দু'টি খামার
অর্ধেক রেখে কাছে বাকি অর্ধেক দেয় উপহার
ভিতরটা তার বায়ুফল ওজন শ'তেক খানেক মন
যায় না ছুঁয়া যায় না ধরা তবুও অবুঝ অন্ধ জীবন
তারও পরে আকাশ উঁচু খেলে টুকরো মেঘ টুকরো হাসি
অভিমানে ঝরে চলে ভালোবাসা-বাসি


দেখি চাঁদ জোছনা ধোয়া দুই নদীতে জোয়ার ভাটা
ক্ষণিক ভাসায় শূন্যে ক্ষণিক বিধায় বিষের কাঁটা
তারও পরে সূর্য হাসে চকচকে রাত অনামিশা অন্ধকার
ভালোবাসি আকাশটা তার পুরু কালো কিরণ বাহার


২৪/০২/২০২২
মিরসরাই, চট্টগ্রাম।