রাজা দেবেন শীত কম্বল
                    যেনো পায় দুস্থ দূর্বল।
মোসাহেব কহিল কেশে,
                    "দেবেন না ভালোবেসে!
কম্বলে আলসেমি বাড়ে
                    শেষে নিতে হবে কেড়ে,
নাহয় করবে না কাজ
                    দেখাবে শত অযুহাত।"


"তবে তৈলের দাম
                    দেবো কি একটু কমিয়ে?
প্রজারা যেনো শীতে
                    কষ্ট না পায় রাতে।"
মোসাহেব কহিল করজোড়ে,
                    "তাইবা হয় কি করে?
বেটারা কম দামে পেয়ে
                    রাতে সব দেবে জ্বালিয়ে।
হারিয়ে থালা বাটিঘটি
                    শেষে করবে কান্নাকাটি।"


"তাহলে খাজনাই মাফ
                    মাঘে কিছুটা সুখে থাক।"
স্বলজ্জে হেসে মোসাহেব,
                   "তাহলে বেটারা হবে নবাব।
রাজকোষেও আছে টান
                    নির্ঘাত মন্ত্রী শোনাবে গান।"


"আহা, কি মুশকিল!
                    ভেঙে যাচ্ছে তো দিল।
কিছুই কি দেবার নেই
                    স্বহস্তে দিতে পারি দেই?"
"উতলা হবেন না জনাব,
                   খেতে থাকুন বাহারি কাবাব।
উপায় আছে নিশ্চিত,
                   কথার কথায়-ই হোক ভীত।
হস্ত ধরে দিন কথা প্রজাতে
                   পাবে কম্বল আগামী শীতে।"


২৫/০১/২০২১
পুনে, ভারত।