পাবার সময় বলোনি তো, খুঁজে পেয়েছো আলো!
এখন কেন শোনাও তবে " হৃদয় জ্বলে।।"
কেন আমায় দেখে ইচ্ছে করে বিলাপ কর মধ্য রাতে!
কেন কাটতে চাও সাঁতার স্বচ্ছ জলে?


জানতে তো তুমি, বন্ধু ভেবে দিলে হৃদয় ভুল কাউকে
পোড়ার ভয় বেশি-ই থাকে।
দুঃখ।। করে তুমি যতোই থাকো দূরে, পোড়ার গন্ধ
তুমি ঠিকি পাবে নাকে।


নিজে জ্বলে অপরকে কেন শোনাও প্রলাপ বকে?
সহানুভূতির ছোঁয়া পেতে!
প্রেমিক তুমি, সাঁতার না জানলে ভাসাও কেন তরী?
বলি, ইচ্ছে করে ডুবতে!


খানিক পরে যখন দেখবো কাছে পেয়ে নতুন বৃক্ষ
হাসছো তুমি মহা সুখে,
তখন তোমার দুঃখ যাবে কোথা! ভুলে সকল ব্যথা
সুখ খুঁজবে অন্য মুখে।


তুমি আসলে প্রেম বুঝো না অবুঝ ব্যর্থ প্রেমিক
খাঁটি সোনা চিনতে পারো না,
তুমি আসলে ভালোবাসাটা কি তাই জানো না,
পেয়ে মানুষ আর খেলো না।


২৯/০৩/২০২১