ঐশ্বর্য আর বিত্তের কাছে ভালোবাসা হেরে যায়
আমি কতো দেখেছি.....!
দেখেছি তথাকথিত বিশ্ব প্রেমিক
স্বার্থের কাছে ভালোবাসা যে দেয় জলাঞ্জলি।
কিন্তু মৃত্যুকে হারিয়ে দেয় হাসতে হাসতে
টেনে তুলে ডুবন্ত প্রেমিকায় ভাসতে ভাসতে
এমন ভালোবাসা দেখেছো?
কোত্থাও শুধু একবার?
শুকিয়ে যাবে জেনেও গাছে পানি ঢালে যে মালি
নিজেরে বিলিয়ে মৃত্যুর মুখে যে ফোটায় হাসি
দৈহিক রূপ সৌন্দর্য পায়ে ঢলি
মরা গাঙে আনতে জল উচ্ছল নদী
যে দেয় মৃত্যুর কাছে নিজের জীবন স্বেচ্ছায় বলি..
তারে তুমি পাগল ভাবতে পারো
বদ্ধ পাগল জাতহীন উন্মাদ মৃত্যুর সাথে যে খেলে হোলি,
আমি বলি সাঁচ্চা প্রেমিক
এই মরুভূমির ফোটা কাঁটাহীন একমাত্র গোলাপ কলি।
১৫/০৩/২০২২
চট্টগ্রাম।