পেয়ো ভয় হে যুবক, একটু পেয়ো ভয়,
যেয়ো না কেবল দূর, কেন খুঁজো দ্যুতি!
সব ফুলে মধু থাকে! থাকে না নিশ্চয়?
তবু দ্বিধা ভরে মন দেখে মিথ্যে মতি!


কিছু পাথর তো বদলে ক্ষণে ক্ষণে রং
দেখিয়ে রঙিন আলো ফাঁসায় জীবন,
স্বচ্ছ স্ফটিক হয়ে সে খুব ধরে সং
জানে মিথ্যে তবু গড়ে কাঁচের ভূবন।


হে যুবক চেয়ে দেখো অন্ধকারে কে ঐ
কোন আলোর পিছনে কেন যায় ছুটে?
দেখোনি হাবশি গোলাম কালো বেলাল ঐ
কতো প্রিয়ো ছিলো নবীর! কতো নিত লুটে!


হে যুবক সাদা দেখে হয়ো না দিওয়ানা,
খুঁজো কর্ম খুঁজো সত্য পাবে ষোল আনা।
০৮/০৪/২০২২
চট্টগ্রাম।