উৎসর্গঃ শ্রদ্ধেয় কবি মার্শাল ইফতেখার আহমেদ।


তোমরা যখন ভাই
নাই নাই বলে কবিতায় তুলো বজ্রকন্ঠ হও প্রতিবাদ মুখর,
আমি তখন হাসি মুচকি হাসি, নিজেকে নিয়েই ভাবি,
ভাবি এতো কিছুর মাঝে কেন দেয় উঁকি
আমার সেই আগের ব্যথাটাই।


তোমরা জ্ঞানী গুনি বোদ্ধা সকল সবে মিলে
যখন বসাও সংসদ ভূঁয়ো আড্ডা
যখন করো তুলোধুনো, নিয়ে খেলো স্বাধীনতার স্বাধীন সত্তা,
একটুকরো পতাকায় মিলাও জীবনের সব লেনাদেনা,
এটা ওটা বলে উপদেশের ঝুড়ি কাঁধে দিয়ে খুব দেখাও প্রজ্ঞা,
আবার জীবনের যোগফলে যখন পাও গরমিল,
পার্থক্যটা বুঝো পাহাড়!
তখন তোমরা উদ্যত হও চিবিয়ে খাও স্বাধীনতার মাথা মুন্ড
সকলে মিলে সারো প্রাতঃভোজ তুলো শান্তির ঢেকুর।
আমি বুঝি না স্বাধীনতা-টায় কেন মিলাও
স্বাধীন দেশের নিয়ম মানার নাগরিক অধিকার!


স্বাধীনতা, স্বাধীনতা বলে যখন
স্বাধীনতার ঘাড় ভেঙে চালাও, ঢালাও অভিযোগ আর অশ্রাব্য কথন
মেলাও তাতে শাসকের দোষ উগ্রপন্থী নেতার বুলি আর মৌলবাদী জীবন
ভাই, আমার তখন ওষ্ঠাগত প্রাণ, বিপি একশো উনষাট!
মাথাচারা দিয়ে উঠে মাথার মধ্যে মাথার কঠিন ব্যামোটাই।


২৯/০৩/২০২২
চট্টগ্রাম।