আমার বিরুদ্ধে তুমি করেছো সহস্র যোগাড়
দিনময় ঘেটে বিরাট সাক্ষী ও সাক্ষ্য প্রমাণ,
আমি নাকি মিথ্যুক স্বজনে করি রাজনীতি
আসলে সাধু সাজা ভন্ড প্রেমিক একখান।


অসময়ে আগলে দাঁড়াই সব, বুক চিতিয়ে
যেনো জীবনটাও দিতে পারি হরহামেশাই,
আসলে বিপদ এলেই খুজে পাওয়া দুষ্কর
আমি নাকি দাগী কয়েদি পালিয়ে বেড়াই!


মুখে মুখে নাকি শুধু বলি আনবো খুঁজে
তোমার জন্য জগতে যতো হীরে মনি মুক্তো,
ধর্ম আর কর্ম শুনেই গায়ে উঠে ভীষণ জ্বর,
সারা শরীর ঘামে ভিজে ঘুমে হই আসক্ত!


আষাঢ়ে গল্প নাকি আমি ঠোঁটে তুলি ভালো
বিকেলের আসর করি নিমিষেই বাজিমাত,
সত্যটা শুধু এড়িয়ে চলি ছলেবলে কৌশলে
ভয়ে নাকি করতে পারি না একটুও প্রতিবাদ।


আমার মুখে নাকি বুলি ভীষণ সৎ সাহসী
সাইক্লোন ঝড়ে তুলি বিজয় নিশান পতাকা,
শুধু সম্মুখপানে যদি পাই হবু শশুর মশাই
আমি নাকি ভূলি বলার ছিলো যতো কথা।


আমি নাকি অলস অকর্মা আরো বেশি বাচাল
ভালোবেসে শুধু একবার বানিয়ো ঘর জামাই,
দেখো হজম করবো তুলসি পাতা পানি চিরতা
সুখী হবে তুমি, গতর না খাটিয়েও করবো কামাই।


১৩/০১/২০২১
পুনে, ভারত।
-----------