গণ্ডমূর্খ গেঁয়োভূত বলে তুমি যাকে ভাবো বিষদাঁত কাঁটা
প্রভুভক্ত চতুষ্পদীর মতো যে লেগে থাকে পিছে শক্ত আঠা
যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে গুড়িয়ে ফিরে আসে
শূন্য হাতে
শুধু দেখবে বলে তোমায় তোমার একমুঠো হাসি
সে প্রেমিক তোমার
বিয়োগফলে যার শূন্য রেখেছিলে খাতায় বড্ড ভালোবাসি।


অস্পৃশ্য অপয়া বলে তুমি যার ছুঁড়ে ফেল বালিশ কাঁথা,
বিরহ ভেবে বৃষ্টিতে ভিজে দিব্যি সে হাসিমুখে মেলে ধরে ছাতা
সুখের পসরা নিয়ে বসে থাকে যে দোকানি রোজ
কিনবে বলে তোমার দুঃখ কাঁচা
সে প্রমিক তোমার
তুমি যাকে ছুড়ে ফেল সুউচ্চ পাহাড়ের পাদদেশ
ফাটাও মাথা।


অক্টোপাস ভেবে তুমি রোজ কাঁচি দিয়ে খুঁড়ো
যার বক্ষদেশ হাত-পা
জলা থেকে তুলে তুমি যারে রোজ পোড়ো রৌদ্রে
মেরুদণ্ড নিয়ে দাও খোঁচা
যে চোখ তবুও তোমার করে সন্ধান
অষ্টপ্রহর যে করে তোমার অসমাপ্ত গল্পের  সব সমাধান
সে প্রেমিক তোমার
তুমি যার কখনোই বুঝনি দাওনি প্রাপ্য সম্মান।
২৪/০২/২০২২
ফেনী।