শুকনো ডালে দুই শালিকে বেধেঁছে ছোট্ট বাসা,
খড়কুটো যা পেয়েছে তাতেই হয়েছে খাসা।
শীতকালে তার নাহি চিন্তা আর
ঘন কুয়াশায় দাঁড়িয়ে কাটাতে হবে না আধাঁর।
বৃষ্টিতে হবে না ভিজতে,
ডানা ঝাপটিয়ে আর যেতে হবে না আশ্রয় খুঁজতে।
বৈশাখী ঝড়ে আবার যদি নড়ে ঘর
কারো বাড়ির চিলেকোঠায় আর হবে না
বন্ধু বন্ধুতে চোখাচোখি চোখরাঙানি,
জায়গা তাদের হয়েছে মাথা গুজঁবার ঠাঁই
খায় বা না খায় চিন্তা নেই একটুখানি।
আবার আসবে বসন্ত ছোট্ট কুটিরে
আসছে মাঘে ছোট্ট ঘর অথিতি যাবে ভরে।