জ্ঞানের পুকুরে হৃষ্টপুষ্ট শামুক দেখে ভেবেছিলাম
ভিতরে মুক্তোই জন্মেছে,
মিঠা পুকুরের পানি জ্ঞানেই ভর পুর হয়
খোলসের ভিতরের মুক্তো
পরিণত বয়সে পাকাপোক্ত হয়ে উন্মোচিত হয়
ছাড়িয়ে যায় নিজেকে,
শোভা পায় গলে নয় কারো খোপার চুলে
এটাই স্বাভাবিক।


কিন্তু কাছে গিয়ে দেখলাম
ছোট্ট শামুকের স্বাধ বিশাল সাগরের লোনা জলে স্নান
মুক্ত হাওয়া ছেড়ে শহুরে সীসায় করতে চায় অবগাহন,
তাই সে ডেকে নিয়েছে পঁচা দুর্গন্ধময় শেওলা
চকচকে প্লাস্টিকের কৌটো
আর তার ছেঁড়া ক'টা ভিন দেশি গায়কের গান
দেখলাম খোলসের বাহিরে ভাঙা কাঁচের দাগ
কপাল ফেটে ঝরছে রক্ত,
শুধু লক্ষ্যটা বিচ্যুত।


০৩/০৭/২০২২
চট্টগ্রাম।