পথের ধারে দাঁড়িয়ে মুখটি ঢেকে
         তুমি যাকে ডাকছো জোরছে হেঁকে
         শুন বলছি মেয়ে, সে আমি কখনো নই।
আমি তো নিত্য নিরানন্দ,
         পথের বাঁকে তোমার সাথে আনন্দ!
         উঁহু্, অতো সাহস আমার কই?


তুমি যে সাজিয়ে বরণডালা দিচ্ছ ফুল
         তোমার কিন্তু মস্ত হচ্ছে নিজের ভুল,
         আসলে তোমার চাওয়ার সে আমি নই,
আমি গন্ডমুর্খ গেঁয়ো ক্ষুদ্র
         তুমি সুন্দরী শিক্ষিতা ভদ্র
        তোমার সাথে আমার! মিলে কই?


তুমি যে তুলছো অনুযোগের সুর
         পারি দিয়ে পথ এসেছ সুদূর
         বইয়ের পাতায় চাই শুধু একটা সই,
বলি, এতো যে খুঁজছো কবি
          ভুলবে যদি দেখ তারই জীবন ছবি,
          তোমার নষ্ট হবে বই, কবি সে আমি নই।
২৬/০৮/২০২১.
চট্টগ্রাম।