আমি অক্ষম অসাড় নির্বোধ গোঁয়ার
বুঝিনি তোমায় তোমার ইঙ্গিত ভাষার।
একটু হলেই বৃষ্টি আমি ভাবি আষাঢ়
তুমি ক্ষমা করো দোষ এ গ্রাম্য চাষার।


উঠোনে ছড়ায়ে খড় যে গড়ে নিজ আসন
বুঝে কি সে! কিসে মান কিসে সম্মান?
ভুল তো তাঁরই যে চায় মোরে চন্দ্র সমান
শিখায়নি কোনটা মাটি কোনটা আসমান।
ঃ১৮/০৯/২০২১
ময়মনসিংহ।