উত্তরে যখন বহে তীব্র শীতঝড়,
দক্ষিণে তুমি কাঁথা মুড়িতে রৌদ্রে পোহাও দিবাকর।
কৌশল তোমার দৃষ্টি আড়াল
পাইতে বাহবা আঁকো অন্য ছবি খুব সাজো চিত্রকর!
সবাই যখন শীতে কাঁপে থরথর
তুমি থাকো খোয়াবে মগ্ন, কোথায় হবে এবার জলসাঘর!
পরের দুঃখে যার কেঁদে ভাসে না নয়ন,
কিসের তার মহৎ জীবন! পূন্য ছাড়া শূন্য তুমি ধুঁধুঁ বালুচর।
২৭/১১/২০২১