কত্তা মশাই মস্ত কবি,
কথায় কথায় ধরেন শ্লোক,
হাবা-গোবা বেকুব আমি
শুনে কেবল গিলি ঢোক।


পান্তা ভাতে মরিচ পোড়া
স্বাদে কি আর খাচ্ছে বুড়া?
শাঁখের করাত ভোঁতা এখন
সবটা খালি আগাগোড়া!-
চাইলো জানতে, "বলতো দেখি,
জিনিসটা কি আঁকাবাকা?"
মেঘে ঢাকা মুখটা দেখে
কত্তা মশাই একটু কাশে,
"বুদ্ধি তোদের কবেই গেছে!
ওটাও যাবে পোকায় শেষে।"


বলি হুজুর, জ্ঞানী গুণী!
আমরা কি আর অত্তো জানি!
জানি কেবল, পেটটা খালি
দাঁতের পাটি দিচ্ছে গালি!


১৯/১০/২০২২
চট্টগ্রাম।