আমি অনুভব করি তোমায়
মধ্য রাতের আঁধার, কাক ডাকা ভোরে,
একলা পথে হেঁটে নগ্নপায়
মাঝি-হীন শূন্য নৌকায়, নদীর ধারে।


আমি তোমার স্পর্শের পাই ছোঁয়া
ধোঁয়া উঠা কফির মগ খুব সকালে
ভরা পূর্ণিমা জোছনার ছাদে
নির্ভার কাটানো সময় চোখের জলে।


আমি টের পাই সেই সে অস্তিত্ব
উড়ন্ত বক শূন্যে মেলা পালকে
মাঘের মাঝ রাস্তা হিম শীতল রাত
নির্জন হাঁটা সময় শীতের চাদরে।


আমি অনুভব করি তোমায়
আমার রুক্ষ চুল, তোমার হাত, শেষ বিকেল
ভাঙা মন্দির বেজে উঠা সূর
টোল পড়া গাল ঝুলোনো ছবির দেয়াল।


আমি শুধু চাই সবটুকু তুমি
থাকো জুড়ে আমার বাঁচার অস্তিত্বে।


২০/০৫/২০২২
চট্টগ্রাম।