সকাল থেকে হয়নি খাওয়া, পেটটা করছে চোঁ-চোঁ,
শরীরটায়ো বাঁধ সেধেছে, মাথাও করছে ভোঁ-ভোঁ,
কর্তা মশাই বাজার গেছেন, কিনতে হবে সদাই
ফিরলে তবেই জ্বলবে উনুন, সঙ্গে আনবে দাওয়াই।


সন্ধা রাতে ফিরলে বাড়ি, শূন্য দেখে থলে
বলি, "তুমি গেছো ভুলে, আজ তো হয়নি খাওয়াই!
না, ফুরোলো পয়সা তোমার, আনতে আমার দাওয়াই?"
শুকনো মুখে একটু কেশে, বললেন মিষ্টি হেসে,
"পথেই পেলাম অনাহারী, কেমনে আসি ফেলে?
তাইতো তার-ই ভরলো থালা, আমার রইলো থলে।"


"আলহামদুলিল্লাহ! অতোএব, আরো একদিন উপোস!"
ইহকালটা যেমন-ই হোক, ভালো তো চাই শেষটাই,
জামাই আমার জান্নাতের-ই খুব করেছে সদাই।
১৮/০৫/২০২২
চট্টগ্রাম।