গিন্নীর মুখে ভীষণ হাসি
সোনার দুলে কিনবে খুশি,
পরেছে তাই সুতির শাড়ি
খোলা চুলে এলো কেশী।


জমায় টাকা হাজার বিশেক
একটু একটু বছর দুয়েক,
এসেছে দিন অনেক সাধের
জীবনে তার মধুর আরেক।


অনেক খুঁজে দোকান ছ'য়ে
পছন্দ যখন ঝুমকা দ্বয়ে,
আয়না মাঝে দেখলো চেয়ে
কেমন লাগে কান দুলিয়ে!


এমন খুশির মুখখানি তাঁর
দেখিনি আগে অনেক দিন,
সুখটা ভাঙলো বাবার ফোনে
মা অসুস্থ রোগটাও কঠিন।


বউ কে বললাম সবটা খুলে
লাগবে টাকা হাজার পঁচিশ,
দেখলাম চেয়ে আকাশ কালো
মেঘটা জমা বউয়ের মনে।


বললাম তারে," গয়নাটা নাও;
মায়ের টাকা মিটবে ধারে।"
কি যে বুঝলো বোকাই জানে
কাঁদলো কেবল আমায় ধরে।


মুখে বললো," মা অসুস্থ
সোনা ঝুলবে আমার কানে?
তোমার হাসি, মা আর বাবা
ভীষণ দামী মোর জীবনে।"


১৯/১১/২০২২
ভেলোর, ভারত।