তোমার চেনা যে ছেলেটা
হাসতো আবার খবর নিতো!
খোঁজ নিয়েছি সন্ধ্যা* তীরে
মরেছে সে জলে ডুবেই।


পাগল বেশে নিদ্রা হীনে
খুঁজেছে সে সর্ব খানে,
হঠাৎ নাকি লম্ফ দিয়ে
তাই মরেছে বাঁচবে বলেই।


অযত্নে যে ছিলো বৃক্ষ
তুমি জানো সে, আমি-ও
রাখলে ফেলে গহীন বনে
সবি তো যায় মায়ের ভোগেই!


আজ যে নিচ্ছো খবর বড়ো!
লাগবে কি তার ভাঙা ঘরও?
যদি চলে আমার খানায়
ডেকে নিয়ো থাকি ধারেই।


*সন্ধা বরিশালে প্রবাহিত একটি নদীর নাম।
২৬/০৭/২০২২
ভোলা