ছেলেটা খায়না ছোট মাছ, তাই রেঁধেছি ইলিশ,
তাতেও সমস্যা, ওতে নাকি বেশি আছে কাটা!
মেয়েটা ভালোবাসে ডিম, সমস্যা আছে তাতেও
রেগে তেলে বেগুনে আগুন, ডিমটা কেন ফাটা?
দেবর খায় মুসুরির ডাল সঙ্গে ভাত সরু চাল
তাতেও লবডঙ্কা, ডালে দেইনি কেন শুকনো লংকা!
ননদীরো ঝামেলা তার জন্যে কেন করিনি করলা
মা, একটু খুঁতখুঁতে, ভর্তাটা কেন হয়নি আজ টাটকা।
বাবা শুধু বললেন, "বউ, ফিরনিটা কেন এতো মিঠা?"
আড়চোখে সাহেব হাসে, "তুমি আজ বলির পাঠা!"
খাচ্ছি হিমসিম চালাতে আমি ছোট্ট এই পরিবার
আর ভাবছি যে চালায় এই নিখিল বিশ্ব সংসার,
তারতো হয়না ভুল, কি মহান সত্তা মহিমা অপার!
২৭/১২/২০২১,
কুমিল্লা।