মধ্যরাতে নিদ্রা ভেঙে
সত্যিই যদি তুমি জাগো!
দিব্বি দিলাম!
তখন তুমি জানালা খুলে আকাশ ছুঁয়ো নন্দ,
চোখটি বুঝে আমায় দেখো
মনে মনে খোঁপায় গুঁজো পদ্ম,
নাহয় প্রেমিক লিখলে তুমি
একদিন কেবল এক পাতারই পদ্য,
দাড়ি কমা সব-ই রেখো
দিয়ো তাল লয় মাত্রা আরো কিছু ছন্দ,
ইস্! গল্পে তোমার রাণী হবো
তোমার না হোক আমার হবে আনন্দ!
আকাশ যদি মেঘ ঢেকে দেয়
নীরব কবি, খুঁজো তুমি বাতাস মাঝে,
পাবে দেখা একা আমি
নয়তো খুজো আমার বুকের সতেজ তাজা গন্ধ,
আমার ঘ্রাণে হারাবে তুমি থাকবে ঘোরে
প্লিজ! প্লিজ! দরজা রেখো বন্ধ।
১৩/০২/২০২২.
চট্টগ্রাম।