আমি শয়তান সবখানেতেই
থাকি ঠিক তোমার ভিতরেই,
আমার কাজ লাগিয়ে দেয়া
তোমরা মর নিজের দোষেই।


দেখলে পরে ভালো কাজ
বুঝো তুমি মাথায় পরে বাজ,
তুমি ছাড়া চলে সমাজ?
ভন্ডুল হতে হবে সব-ই আজ।


কেউ যদি নিরবে করে দান
দেখাই তোমার কতো অসম্মান,
তুমি হবে ছোট হারাবে স্থান
তাই কর ম্লান সবার অবদান।


পরের অর্থ যদি থাকে হাতে
কর নিজের, ক্ষতি কি তাতে?
একটু যদি হতে হয় অধঃপতন
হলে! জুটবে তো ভাত পাতে।


ভালো মন্দ বিচারের তুমি কে!
সবাই তো ব্যস্ত নিয়ে নিজেকে,
আমি হাসি শয়তানি হাসি মস্ত
করেছি ভ্রষ্ট সকল সৃষ্ট, স্রষ্টাতে।
৩১/০৮/২০২১
চট্টগ্রাম।