বাঘের কর্তৃত্বময় বনে
একদিন এক কুনোব্যাঙ কূয়োয় ঝাপ দিয়ে
কালো কাকের জীবন বাঁচিয়ে ছিলো,
তারপর আরো একদিন অন্য কারো
তারপর....আরো একদিন....
কিন্তু কখনোই তার নামে রব উঠেনি বনে
গলায় পরিয়ে মাল্য
"কুনোব্যাঙ কুনোব্যাঙ" বলে রাজপথে হয়নি আনন্দ মিছিল
লোকসভায় দাঁড়িয়ে হয়নি ধন্যবাদ জ্ঞাপন।


কিন্তু সে দেখেছে চিত্রা হরিণের রুপ দেখে
উল্লাসে মেতেছে বনের অজস্র পশু,
রাজপতি বাঘের গুনকীর্তণে মুখে ফেনা তুলেছে
বনের গোটা হাতীর দল,
বানরের বাদরামি দেখে বাহবা দিয়েছে মহা ধুরন্ধর শিয়াল,
আর কোকিলের সুর শুনে তাকে দেখবে বলে
আমজনতা বাঁধিয়েছে হট্টগোল।
কেবল প্রতিবাদী কচ্ছপের ক্ষীণ কন্ঠ,
তার উচ্চতার মতোই নিগৃহীত রয়ে গেছে সর্বজনে
জিরাফের মতো মাথা তুলতে পারেনি
পায়নি স্থান ক্ষুদেবার্তা রাজসভার আলোচনায়
অন্তরীণ-ই রয়ে গেছে নিজের মধ্যে।


তৃপ্তি একটাই কুনোব্যাঙ জানে
জ্ঞানী পাপীর আদরেও থাকে স্বার্থের গন্ধ
সত্য যেখানে নিভৃতে কাঁদে
স্বীকৃতি সেখানে আলোহীন একপেশে অন্ধ।


২৫/০৬/২০২২
ময়মনসিংহ।