সবার আছে ঐ প্রসাদ সম অট্টালিকা পাকা বাড়ি,
আছে ধন দৌলত প্রমোদ তরী আরো কতো গাড়ি
খোদা, আমার কই? আমাতে দিয়েছো কি আড়ি!


সবাই দেয় কোরবানি চার পায়া দামী যত পশু
গায়ে পড়ে কতো সুন্দর জামা ঠিক যেনো জাদু,
খোদা, আমার তো নেই ক্ষমতা চেয়ে দেখি শুধু!


সবাই যখন খায় সুগন্ধি পোলাও কোরমা মিষ্টি ছানা
আমার তখন জোটে কোনমতে দুবেলা দু'মুঠো খানা,
খোদা, আমার কি ইচ্ছে করে না? না কি আছে মানা!


বাদলা দিনে খড়ের ছাউনি চুঁয়ে পড়ে টুপটাপ বৃষ্টি
মাঘের শীতে থাকি পাতলা কাঁথায় বাঁধা থাকে দৃষ্টি,
খোদা, তুমি কি নিজ হাতে আমারে করোনি সৃষ্টি!


হাজারো ছলে যখন খোদায় করি অভিযোগ সকল
করিনা খেয়াল আমার আছে তবু থাকার একটা দেয়াল
আমি তো পারি খেতে, কত অভুক্ত রয়েছে আড়াল।


খোদা, আমায় তো করনি তুমি পঙ্গু অসুস্থ দৃষ্টিহীন,
আমি তো দিব্যি আছি সুস্থ চলি দুপায়ে ভয়-ডরহীন,
পেয়েছি টের তোমার রহমত ঢেড় রয়েছে সীমাহীন।
১২/০৭/২০২১.
ময়মনসিংহ।