হে আমার সৃষ্টিকর্তা, জগতের মহান সত্তা
কেবল তুমি-ই মালিক তুমি-ই প্রভু,
তুমি-ই শ্রেষ্ঠ বিচারক, তুমি ভাগ্য নির্ধারক
ধ্বংস হবে সবই, তুমিই রবে শুধু।


দিনে রাতে নির্জনে, করা ভুল আনমনে
তুমি দেখো, তবুও রাখো গোপন,
হই যতোই নাফরমান, তুমি তো মেহেরবান
তাই জুঁটে আহার, দাও ভরে প্রাণ।


চোখ দুনিয়ার মোহে থাকে শুধু আবেগে
ভুলে স্রষ্টায় সময় করি অপব্যয়,
হে আল্লাহ তুমি কর মাফ আছে যত পাপ
নিলে হিসেব বাঁচবো শুধু ক্ষমায়।


হে আল্লাহ, কর রহম তুমিই আশা পরম,
দেখাও সুপথ যেনো পারি চলতে,
মুখে যেনো থাকে তুমি এক নেই শরিক
এই বলে মরনে পারি যেন ঢলতে।


০২/০৯/২০২১.
চট্টগ্রাম।