দাঁড়িয়ে নৌকায়; চারিদিক স্তব্ধ অথৈই জল,
তাকিয়ে আকাশপানে যতো দেখি আসমান,
অজান্তেই চোখ আসে ভিজে করে ছলছল
কতো মহান আমার স্রষ্টা! কতো মহৎ ঐ প্রাণ !
সম্মুখে পানি পিছনে পানি
ডানে বামে কোথাও নেই সমতল তৃণ ভূমি
তবু ছোট্ট তরী চলে আর আমি ভাসি জলে!
ভাসি আমি একা আর ভাসে আমার ভাঙা দাঁড়।


ঐ দূর সহস্র কোটি মাইল দূরে একজন কেউ
রাখছেন খেয়াল দেখাবেন পথ দিবেন বার্তা
সে আমার এক আল্লাহ্ মহান সৃষ্টিকর্তা।


কৃতজ্ঞতায় অজান্তেই নত হয় মাথা,
পশ্চিমে দেই সেজদা,
জেনে রেখো তুমি হে নিখিল বিশ্ব জগৎ স্রষ্টা
আশেপাশে কেউ নেই,
সাক্ষ্যি কেবল দুই কাঁধে তোমার দুই ফেরেশতা
কেউ করেনি জবরদস্তি কেউ দেখায়নি প্রলোভন
তবুও আমি শুধু তোমাকেই ভালোবাসি,
যে তুমি এক, যে তুমি মহান চির অবিনশ্বর,
তোমাতেই হোক হাসি হাসি
আমার দেহ-মন সব কোরবান।
১৫/০১/২০২২.
(পদ্মা নদীর মাঝে নৌযানে বসে লেখা)