আমি অনিয়মে বেঁধে পা হাঁটি পেছন পেছন,
গড্ডালিকায় ভেসে গলায় তুলি তৃপ্তির ঢেঁকুর
পাশে দাড়িয়ে হাসে নির্ভীক সুবোধ,
বোঝায় ঠোঁট নেড়ে, "এ তোর কেমন জীবন!"
তাতে কি! আমি ওর থোড়াই করি পরোয়া নই মদন।


আমি কাফনের টাকা মেরে রোজ করি কামাই,
সেই টাকায় ব্যাগ ভর্তি বাজার সদাই
তাই দেখে আড়ালে দাঁড়িয়ে হাসে সুবোধ,
শশুর বাড়িতে সাজি মেয়ের খুব ভালো জামাই।
আমার কই সময়, সুবোধ নিয়ে মাথা ঘামাই!


টেবিলে আটকে রেখে ফাইল নেই জরিমানা,
নীচে দিয়ে না পেলে নগদ কারো কপালে জুটেনা সনদ,
যতোই করো মিষ্টি হেসে তোষামোদ,
প্রমোদ বিনা হবে না কিচ্ছু হবে না,
যদি নাহয় আমার খানাপিনা।


ছেলের স্কুলে দিতে হয় লক্ষ টাকা ডোনেশন,
দিলে টাকা হবেই এবার আটকে থাকা প্রমোশন,
বড় সাহেবের বাড়ি রোজ দিতে হয় মোরগ পাহাড়ি
অন্যায় মেনে অন্যায় জেনে অন্যায়েই করি সমাধান।
শুধু নির্বোধ সুবোধ আমায় দেখে হাসে প্রতিক্ষণ ।
১৭/০৩/২০২১