দুঃসময়ে তোর চোখে মায়া কান্না
সুসময়ে অন্তরে বহে বিষাদের বন্যা,
পিছনে লোলুপ দৃষ্টি করাঘাতের বৃষ্টি
জ্বলেপুড়ে ছারখার সম্মুখ তব সৃষ্টি।
তাই দেখে বিজয়ের বাঁকা হাসি আড়ালে হাসে নেতা
সাক্ষী বিদ্রোহী কিশোর এলোকেশী পাগল মাথা।
আর তখন-ই সুবোধেরা পালায় নির্বিঘ্নে।


অশিক্ষা কুশিক্ষা দিতে হবে দীক্ষা
তবেই জাতি পাবে বিদেশি ভিক্ষা,
সবার আগে ভাংতে হবে কোমর,
অসময়ে আমার, সাজবি তুই ভ্রমর।
মগজ গুলো সব অনুর্বর পায়নি মাটিতে খাদ্য সার,
তাই বিদেশি সংস্কৃতি ঠিক মানে অন্যায় অভিসার।
সুবোধের জায়গাটা নেই তোর ভাগ্যে।


প্রেতাত্নারা সব থাকে ওৎপেতে
সুযোগ খুঁজে পায় কাকে মাঘে,
পেলে ধরে সুতা, দেয় দুই টান
যাবি কোথা সুবোধ মলবো কান।
দেখে তেলবাজ সুশীল সমাজ সবকটা বাঁধে জোট,
দিতে হবে মুলো দিয়ে চোখে ধুলো তবেই পাবে ভোট।
আমি দেখি পালিয়েছে সুবোধ সবার আগে।


১৫/০৩/২০২১
ঢাকা।