.        খুঁজিতে সুখ সবাই যায় দূর সমুদ্দুর
  কেউবা দেয় পারি মহাকাশ ছাড়ি নক্ষত্ররাজী,
       নীল আকাশে মেলে ডানা খুঁজে শান্তি
  দলবেঁধে সবাই হারায় জলাধারে সেজে মাঝি।
          হৈ-হুল্লোড় হাসিতে করে মাতামাতি
কাটায় রাত্রি বানিয়ে খোলা আকাশে কাগজে ঘর,
        কেউবা সুখের খোঁজে ভোগে বিভোর
রাত্রিতে ভূলে চক্ষু বুঁজে কেবা আপন কেবা পর।
  দিনময় খেটে ক্লান্ত শরীরে আমার আসে নিদ
আমি ভূলি দুঃখ যাতনা সুখে দিয়ে ইচ্ছে আড়ি,
   তুলে রাখি স্বপ্ন সুখ বুকের পাজরে অনুভব
শুধু সপ্তাহ শেষে সুখের খুঁজে আমি ফিরি বাড়ি।


০৪/০৩/২০২১.