আমি খুব খুঁজেছি সুখ,
গোধুলির নিয়ণ আলোয় শিমুলের লাল ছায়ায়
আশ্রিত নদী বক্ষের সুগভীর তলানিতে দিয়ে ডুব
দিগন্তের পর দিগন্তের সবুজ ধানের অরণ্য মেঘে,
তেমন পাইনি কিছুই যেমন পেয়েছি
তোমার শাড়ীর আঁচল স্পর্শে ক্লান্তির ঘুমে।


আমি খুঁজেছি সুখ
গায়ের মেঠো পথ প্রান্তর করেছি পান খেজুর রস
উৎসবের রাতে দেখেছি বাঁকা চাঁদ,
দেখেছি বাগান ঘেঁসে উড়ে গেছে সাদা সারস,
একটানা আবৃত্তি করছি পুরো কাব্য "সুজন বাদিয়ার ঘাট"
তবুও কিসে আছে সুখ কিসে পাওয়া যায় সুখ পাইনি পাঠ।


সকালে উঠে খুব ভোরে দেখেছি সূর্য্যদয়,
ফেতরার চরে একেলা বসে দেখেছি সূর্যাস্ত।
সাগরের জলে উল্টো স্রোতে কেটে সাতার খুঁজেছি সুখ,
বিশ্বাস কর, কেউ ভরাতে পারেনি সুখে আমার তৃষ্ণার্ত বুক,
কেবল তোমার আঁচলের নীচেই দেখেছিলাম খানিক সুখের মুখ।
১৯/০৩/২০২১
ময়মনসিংহ।