আমি তাঁর দেখবো বলে হাসি মাখা মুখ
এনেছি কত মানিক রতন কত জৌলুশ!
দিয়েছি ছিটিয়ে পায়ের তলায় কত ফুল
হাসনাহেনায় কত সাজিয়েছি তার চুল।


একটি বার তুলবে বলে তৃপ্তির ঢেঁকুর
তপ্ত রোদে হেসে কত কাটিয়েছি দুপুর!
বর্ষায় ভিজে আঁচলে কত ভরেছি কদম
তবুও দেখিনি তার গালে টোল একদম।


কালো মেঘে দেখবো বলে লাল কুসুম
নির্জনে বসে কত রাত কাটিয়েছি নির্ঘুম।
থেকে পাহারায় কেটেছে সময় প্রার্থনায়
দেয়নি উঁকি সেই হাসি আমার জানালায়।


         ক্লান্ত ভগ্ন পরিশ্রান্ত আমি
যখন রেখেছি হেলে মাথা তার ঐ কোলে
         হয়নি দেখা তার মুখখানি
শুধু পেয়েছি পরশ তার হস্ত আমার চুলে।


-১৬/০৮/২০২১
চট্টগ্রাম।