মাছ যে ভাজবে, তেলটা কোথায়?
কেই-বা দিবে এই অসময়?
বলি, উঠোনে দাঁড়িয়ে ছিটাও ভাত
দেখো, তেল হাতে কাকের হবে না অভাব!
না-হয় তুমি, পশুর হাটে হাঁকিয়ে দাম
ভোজের জন্য আনো কিনে বিশাল গরু!
দেখবে তেলা মাথায় দিতে তেলের ঝুড়ি
দাঁড়িয়ে আছে হাবাগোবা গাধা ক'খানা বুড়ো।
তেল নিয়ে আর ভাবতে হবে না তোমায়
তেলের উৎপাদন ওতেই হবে শুরু।
আর যদি তাতেও মন্দ হয় ভাগ্য !
তেলে না ভেজে তোমার হাড়ি?
তবে রেখোনা দ্বন্দ্ব নেতা হও
ভর দুপুরে এমনি ধরে ছাগল একটা পেটাও
দেখবে সন্ধ্যা রাতে তেলের ড্রাম
এই আকালেও সারি সারি তোমার বাড়ি।


২২/০৬/২০২২
শরীয়তপুর