আমি প্রতিক্ষায় থাকিতে পারি যুগ যুগ হে রমনী,
       আশায় বাঁধিয়া বুক আমি সহিবো চাবুক
       পশ্চাতে যাক জগৎময় গোটা ধরণী।


তুমি বিহনে যায় কি বাঁচা শুধু অনুভবে বিজনে!
     তবুও সহিয়া সকল যাতনা থাকিবো অপেক্ষাতে
      তাকিয়ো শুধু কাজল বরণ আঁখি দুই নয়নে।


আমি খোলস ভাঙিয়া চক্ষু বুঝিয়া রহিব মেঝেতে
     দুঃখ কেবল সঙ্গী অনল প্রেমবিরহে তুমি বিহনে,
    নাই ভয় দুঃখ জ্বরায় মরুসাহারায় মোর মরিতে।


তুমিতো জানো তপ্ত পাথর দূর্গম চর মনুষ্যহীন দ্বীপে
     করিয়া সংগ্রাম মানিয়া অকাল পরিণাম
     আমিও বাঁচি তাকায়ে পথপানে সান্ধ্যো প্রদীপে।


আমি আর তুমি একই বৃন্তে ফোটা দুই জুঁই ফুল
      হইবে মিলন থাকুক যতোই শর্ত গোপন,
      তুমিও আসিবে নাহয় সহিবো প্রখর সূর্যানল।


তুমি এক মন এক আত্মা নহে কিছু মিথ্যে কায়া
      আমি জানি আসিবে তুমি ভরাইবে ভূবন
      তুমি ছাড়া জগৎ মোর কি করে লইবো মানিয়া!


১৫/০২/২০২১