বিদ্যা বুদ্ধি চুলোয় যাগ্গে
নিক্তিটা দে টাকাটা নেই মেপে,
চেয়ার খানার দাম জানোতো?
পাক্কা কোটি! কি উঠলো বুক কেঁপে?


কী সততা! ত্যাগী তুমি!
পাওয়া যায় তা সস্তা অনেক কমে,
তোমার যদি না পোষায় ভাই
সরে দাড়াও আরো একটু বামে।


আম জনতা মার্কা বুঝে
তোমায় কি ভাই অত্তো লোকে চিনে?
বাজার চড়া আগুন ঝড়া
লাগলে বলো দেখবে আলো দিনে।


বলছো টা কী! দূর্নীতিবাজ!
বেয়াদব তুই! আমি শিখবো আদব?
টিকিটটা নেই কপালে তোর,
কত্তো সাহস আমায় সাজাস দানব!
১১/০১/২০২২
চট্টগ্রাম।